৫ম ব্যাচের ARMS কর্মশালা গত ২–৫ নভেম্বর ২০২৫ তারিখে ঢাকার, আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল –এ অনুষ্ঠিত হয়। এই কর্মশালার লক্ষ্য ছিল অংশগ্রহণকারীদের ঝুঁকি শনাক্তকরণ, মূল্যায়ন এবং প্রশমন দক্ষতা উন্নত করা, যা প্রতিষ্ঠানিক ও কৌশলগত উভয় ক্ষেত্রে প্রযোজ্য। BSW সিস্টেমের ARMS মডিউল ব্যবহার করে UAT প্ল্যাটফর্মের মাধ্যমে কর্মশালাটি একটি আকর্ষণীয় ও ইন্টারঅ্যাকটিভ শিক্ষণ অভিজ্ঞতা প্রদান করেছিল। কর্মশালায় ঝুঁকি ব্যবস্থাপনার মূল ধারণা, ঝুঁকি বিশ্লেষণ ও অগ্রাধিকার নির্ধারণের কাঠামোগত পদ্ধতি, এবং AI-ভিত্তিক রিস্ক প্রোফাইলিং ও ডিক্লারেশন বিশ্লেষণসহ আধুনিক টুলস ব্যবহারের ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়।
Share News