Loading...
English
Log InSign Up

বিএসডাব্লিউ-এর উদ্যোগে সচেতনতামূলক কর্মশালার আয়োজন (বি. টি. আর. সি এবং বি. এন. এ. সি. ডব্লিউ. সি)

২০২৪ সালের ১৩ মার্চ ঢাকার ব্র্যাক সেন্টার ইন-এ বি. টি. আর. সি এবং বি. এন. এ. সি. ডব্লিউ. সি-র কর্মকর্তা ও স্টেকহোল্ডারদের নিয়ে চতুর্থ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। স্পেকট্রাম ডিভিশনের (বিটিআরসি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জমান জুয়েল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ অধিবেশনের কার্যক্রমের মধ্যে বাংলেদশ সিঙ্গেল উইন্ডো সিস্টেম সম্পর্কিত সেশান, দলগত আলোচনা এবং সি এল পি আবেদনের ডেমো অন্তর্ভুক্ত ছিল।

Share News