প্রায় ২৬০ জন ইপিবি (EPB) এর স্টেকহোল্ডার ২০২৪ সালের ডিসেম্বর মাসের ১২, ১৮ এবং ১৯ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (BSW) সিস্টেম সংক্রান্ত সচেতনতা সেশনে অংশগ্রহণ করেছেন। সেশনগুলো ঢাকার রপ্তানি উন্নয়ন ব্যুরো (EPB) এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারীদের BSW পোর্টালের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যসমূহ সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয়, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল:
• রেজিস্ট্রেশন প্রক্রিয়া
• লগইন করার পদ্ধতি
• CLP জমা দেওয়ার নিয়মাবলী
• পেমেন্ট মডিউলসমূহ
Share News