গত ১৪ ও ১৫ জুলাই ২০২৫ তারিখে আগারগাঁও এ অবস্থিত বিসিসি ভবনে পিকিউডব্লিউ (PQW) কর্মকর্তাদের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। মোট ৩০ জন অংশগ্রহণকারী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (BSW) পোর্টালের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়, যার মধ্যে নিবন্ধন, সিএলপি জমা প্রদান এবং পেমেন্ট প্রক্রিয়া অন্তর্ভুক্ত ছিল।অংশগ্রহণকারীদের হাতে ব্যাগ, ডায়েরি, কলম, ব্যবহার নির্দেশিকা এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণসহ একটি প্রশিক্ষণ কিট সরবরাহ করা হয়, যা প্রশিক্ষণকে আরও কার্যকর ও তথ্যবহুল করে তোলে।
Share News