Loading...
English
Log InSign Up

বিএসডাব্লিউ-এর সচেতনতামূলক সেশন (১৬মে,২০২৪)

গত ১৬ মে ২0২৪, চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলে বিএসডাব্লিউ-এর সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়। এই সেশনে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিএএবি, ফ্রেট ফরোয়ার্ডার, শিপিং এজেন্ট, এভিয়েশন অপারেটর এবং এমএলও সহ বিভিন্ন সেক্টরের ৯৯ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মোহাম্মদ লুৎফর রহমান। সেশনটিতে প্রেজেন্টেশন, সিএলপি আবেদন, জমাদান প্রক্রিয়ার ডেমো, পোর্টালের ওভারভিউ, স্টেকহোল্ডারদের অনবোর্ডিং, অ্যাসাইকুডা ব্যবস্থায় সিএলপি বাতিলকরন প্রক্রিয়া প্রভৃতি বিষয়গুলোসহ দলগত আলোচনার মাধ্যমে ঝুঁকি চিহ্নিতকরণ এবং স্টেকহোল্ডারদের কার্যক্রম আলোচনাসহ প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়।

 

Share News