Loading...
English
Log InSign Up

বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো-এর সচেতনতামূলক অধিবেশন

বাংলাদেশ সিঙ্গ উইন্ডো (বিএসডব্লিউ) সিস্টেমের ওপর একটি সচেতনতা সেশন ২১ অক্টোবর, ২০২৪ তারিখে,ঢাকা মহাখালীতে অবস্থিত ব্র্যাক সেন্টার ইন অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে ১৩৭ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিল রপ্তানী উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাসহ স্টেকহোল্ডারগন  প্রধান অতিথি হিসেবে সেশনটি উদ্বোধন করেন বেবি রানী কর্মকার, পরিচালক জেনারেল এবং রপ্তানী উন্নয়ন ব্যুরোর যুগ্ম সচিব।অংশগ্রহণকারীরা বিএসডব্লিউ সিস্টেমের ওপর তথ্যবহুল উপস্থাপনায় অংশগ্রহণ করেন, যা সিস্টেমের সারসংক্ষেপ সুবিধাগুলো তুলে ধরে। পোর্টালের উপর একটি ভিডিও প্রদর্শন করা হয়  দলগত আলোচনা এবং প্রশ্নোত্তর সেশন, অংশগ্রহণকারীদের সক্রিয়ভাবে জড়িত হতে উৎসাহিত করে। অংশগ্রহণকারীদের জন্য ব্রোশিউর, ডায়েরি, কলম, ব্যাগ প্রভৃতি প্রদান করা হয়।

 

Share News