Loading...
English
Log InSign Up

এফবিসিসিআই - এর কর্মকর্তাগণ ও ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য “বাংলাদেশ সিঙ্গেল উইন্ডোর” সচেতনতামূলক অধিবেশন

ঢাকার এফবিসিসিআই কার্যালয়ে ১৫ জুলাই,২০২৪,বাংলাদেশ সিঙ্গল উইন্ডো সিস্টেমের একটি  সচেতনতামূলক  সেশান অনুষ্ঠিত হয়। সেশানটিতে  ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কর্মকর্তাগণ ও ব্যবসায়ী সম্প্রদায়ের সদস্যসহ সর্বমোট ১১০ জন অংশগ্রহণ করেন। এন.এস.ডব্লিউ-এর প্রকল্প পরিচালক জনাব আবুল বাসার মোঃ শফিকুর রহমান অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে  স্বাগত বক্তব্য দেন। এরপর এফ.বি.সি.সি.আই-এর সভাপতি জনাব মাহবুবুল আলম বাণিজ্য সম্প্রদায়ের জন্য বি.এস.ডব্লিউ-এর সুবিধাগুলো তুলে ধরে একটি অন্তর্দৃষ্টিপূর্ণ বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে বি.এস.ডব্লিউ-সম্পর্কিত একটি ভিডিও উপস্থাপনা করা হয়।সেশনটিতে পোর্টালের ওভারভিউ, সুবিধাসমূহ, স্টেকহোল্ডারদের অনবোর্ডিং করা, অ্যাসাইকুডা ব্যবস্থায় সিএলপি বাতিল করা ইত্যাদি  বিষয়গুলো আলোচনা করা হয়। দলভিত্তিক আলোচনা এবং স্টেকহোল্ডারদের প্রশ্নোত্তর পর্বটি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। অংশগ্রহণকারীদের মধ্যে ব্রোশিউর,প্রেজেন্টেশান কপি,ডায়েরি,কলম, প্রভৃতি প্রদান করা হয়।

 

Share News