Loading...
English
Log InSign Up

রাজশাহীতে রোল-বেসড প্রশিক্ষণ

বাংলাদেশ সিঙ্গেল উইন্ডোর রোল-বেসড প্রশিক্ষণ রাজশাহীতে অনুষ্ঠিত হয় দুই ব্যাচে, ৯-১০ ও ১১-১২ মার্চ ২০২৫। কর্মসূচির অংশ হিসেবে অনলাইন TRN-এ লাইভ ডেমোনস্ট্রেশন, ইন্টারঅ্যাকটিভ আলোচনা এবং -সিএলপি-এর উপর হাতে-কলমে অনুশীলন পরিচালিত হয়। প্রশিক্ষণে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো পোর্টালে নিবন্ধন, সিএলপি জমা দেওয়া, অর্থপ্রদান পদ্ধতি এবং অনুমোদন প্রক্রিয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। গ্রুপ আলোচনা, ইন্টারঅ্যাকটিভ প্রশ্নোত্তর পর্ব এবং অংশগ্রহণকারীদের মূল্যবান মতামত বিনিময় ছিল প্রশিক্ষণের অন্যতম  বিষয়।

 

Share News