বিএসডব্লিউ সিস্টেমের উপর বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (৪র্থ ব্যাচ)– এর জন্য দুই দিনব্যাপী রোল-বেসড প্রশিক্ষণ সেশন ২০২৪ সালের ১ ও ২ ডিসেম্বর ঢাকার, আগারগাঁওয়ের বি সি সি ভবনের ৭ম তলায় আয়োজন করা হয়। এই প্রশিক্ষণ সেশনে বেজা–এর কর্মকর্তাগন এবং স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন যা তাদের বিএসডব্লিউ সিস্টেমের সম্পর্কে ধারনা প্রদানে সহায়ক ভূমিকা রাখে। প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল বিএসডব্লিউ সিস্টেমে নিবন্ধন প্রক্রিয়া, সিএলপি জমাদান এবং পেমেন্ট মডিউল নিয়ে বিস্তারিত আলোচনা করা। সেশনটিতে বিভিন্ন মডিউলের লাইভ ডেমোনস্ট্রেশন প্রদর্শন, বিএসডব্লিউ পোর্টালের পূর্ণাঙ্গ ব্যাখ্যা, ইন্টারেকটিভ আলোচনা এবং হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
Share News