Loading...
English
Log InSign Up

জাতীয় সিঙ্গেল উইন্ডো (এনএসডব্লিউ) সফট লঞ্চিং ইভেন্ট

জাতীয় সিঙ্গেল উইন্ডো (এনএসডব্লিউ) প্রকল্পের সফট লঞ্চিং ইভেন্ট ২০২৫ সালের ২ জানুয়ারি ঢাকার রেডিসন  ওয়াটার গার্ডেন হোটেলে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সালেহউদ্দিন আহমেদ, সম্মানিত অর্থনৈতিক উপদেষ্টা, অর্থ বিভাগ, বাংলাদেশ সরকার। স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মো. মোয়াজ্জেম হোসেন, সদস্য (কাস্টমস এক্সপোর্ট, বন্ড ও আইটি), এরপর জাতীয় সিঙ্গেল উইন্ডো প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব জুয়েল আহমেদ প্রকল্পের উদ্দেশ্য ও অগ্রগতি নিয়ে বক্তব্য প্রদান করেন। মহোদয়া সাইদা রিজওয়ানা হাসান, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা,  বিশেষ অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটিতে সমাপনী বক্তব্য প্রদান করেন জনাব মো. আবদুর রহমান খান, এফসিএমএ, চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড। এই প্রকল্পটি বাংলাদেশের শুল্ক ও বাণিজ্য প্রক্রিয়ায় ডিজিটাল প্ল্যাটফর্ম বাস্তবায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা বাণিজ্য প্রক্রিয়াকে আরও কার্যকরী ও স্বচ্ছ করতে সাহায্য করবে।

 

Share News