Loading...
English
Log InSign Up

ইপিবি কর্মকর্তা ও স্টেকহোল্ডারদের জন্য ভূমিকা ভিত্তিক প্রশিক্ষণ

ইপিবি কর্মকর্তা এবং স্টেকহোল্ডারদের জন্য ভূমিকা ভিত্তিক প্রশিক্ষণ ২০২৫ সালের ৩ থেকে ৬ মার্চ, খুলনায় চারটি ব্যাচে অনুষ্ঠিত হয়। সেশনগুলোর মধ্যে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো-এর পরিচিতি, ভিডিও প্রদর্শন ছিল উল্লেখযোগ্য। প্রশিক্ষণটিতে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো পোর্টালটিতে নিবন্ধন, লাইসেন্স জমা, অনুমোদন এবং পেমেন্ট প্রক্রিয়ার উপর ধারনা প্রদান করা হয়।

 

Share News